
আজই স্বেচ্ছাসেবক হোন
২৬ জুলাই, ২০১৮কারিগরের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নিন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনুন।
কারিগর একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক, অলাভজনক, ধর্মনিরপেক্ষ, জনকল্যাণমূলক সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন প্রতিষ্ঠান। ২০০৭ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন সুবিধাবঞ্চিত শিশু, নারী, কিশোর, পথশিশু, মাদকাসক্ত, এসিডদগ্ধ, পাচার হওয়া নারী, বিপন্ন যৌনকর্মী ও দুর্যোগপ্রবণ এলাকার জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে।
কারিগর সরকারের সুশাসন প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সহায়তা করতে উদ্ভাবনী কর্মকৌশল ও 'প্রত্যাশা ও সৃষ্টি'-র আলো ছড়িয়ে দিচ্ছে।
কারিগর জনগণের কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। জাতি, বর্ণ, ধর্ম বা শ্রেণি নির্বিশেষে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে সরকারিভাবে গৃহীত উন্নয়ন কর্মসূচির সুফল পৌঁছে দেয়।
কারিগরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নিতে আগ্রহী স্বেচ্ছাসেবক প্রয়োজন।
কারিগরের চলমান প্রকল্প ও উদ্যোগ সম্পর্কে জানুন এবং অংশ নিন।
নগর ও গ্রামীণ এলাকায় নিরাপদ পানির জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত।
সর্বশেষ দান: ১ সপ্তাহ আগেপথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করা।
সর্বশেষ দান: ১ সপ্তাহ আগেস্কুলছুট ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা কার্যক্রম।
সর্বশেষ দান: ১ সপ্তাহ আগেদরিদ্র ও দুর্যোগপ্রবণ এলাকার মানুষের জন্য খাদ্য সহায়তা।
সর্বশেষ দান: ১ সপ্তাহ আগেসামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে স্বেচ্ছাসেবকদের ভূমিকা।
সর্বশেষ দান: ১ সপ্তাহ আগেSome quick example text to build on the card title and make up the bulk of the card's content.
Last donation 1w agoকারিগর-এর পরামর্শক মণ্ডলীর সদস্যবৃন্দ
প্রাক্তন অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
সামাজিক উন্নয়ন কর্মী
প্রকৌশলী ও সমাজসেবক
আইনজীবী ও মানবাধিকার কর্মী
বাংলাদেশের সকল উপজেলা ও পৌরসভা কারিগর-এর কার্যক্রমের আওতাভুক্ত।
আমাদের নিবেদিত টিম ও অফিস কাঠামো
প্রধান নির্বাহী পরিচালক
মোবাইল: +৮৮ ০১৭২০ ৬০৮ ১৮২
ই-মেইল: sorkarhaider@gmail.com
১ জন (পুরুষ)
৩ জন (১ নারী, ২ পুরুষ)
১৬ জন (৭ নারী, ৯ পুরুষ)
৫০ জন (২৭ নারী, ২৩ পুরুষ)
৭১ জন (৩৫ নারী, ৩৬ পুরুষ)
মকবুলার রহমান সরকারি কলেজ রোড, ডোকরোপাড়া, পঞ্চগড় সদর, পঞ্চগড়-৫০০০
মোবাইল: +৮৮ ০১৭২০ ৬০৮ ১৮২
ই-মেইল: karigar.bd.org@gmail.com
সামাজিক, সাংস্কৃতিক, আচরণগত, অর্থনৈতিক এবং পরিবেশগত প্রেক্ষাপটের উন্নয়নের জন্য গণসচেতনতা, রাজনৈতিক ও বহুমাত্রিক কার্যক্রমের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা।
জাতি, বর্ণ, ধর্ম ও শ্রেণি নির্বিশেষে শান্তিপূর্ণ, ন্যায়সঙ্গত ও লিঙ্গ-সমতার ভিত্তিতে এমন একটি সমাজ গড়ে তোলা, যেখানে মানুষ শান্তি, ঐক্য, প্রশান্তি ও স্বাধীনতার সঙ্গে বসবাস করতে পারবে।
কারিগরের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নিন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনুন।
আপনার সহায়তায় সুবিধাবঞ্চিত শিশুরা পাবে নতুন জীবন ও ভবিষ্যৎ।
কারিগরের উদ্যোগে ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিশেষ যত্ন ও সহায়তা।